শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনবে ট্যানারি মালিকরা

খালিদ আহমেদ : আজ শনিবার থেকেই সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনবেন ট্যানারি মালিকরা। তারা বলছেন- এই বাজারে সবচেয়ে বেশি লাভ করবে চামড়া প্রাথমিকভাবে সংরক্ষণকারীরাই। কিন্তু পোস্তার আড়ত মালিকরা বলছেন- আনুষঙ্গিক খরচ মিলিয়ে মুনাফা বেশি হবে না। অর্থনীতিবিদরাও বলছেন- এবারের বাজার বিবেচনায় কম দামে চামড়া কিনেও অতিরিক্ত মুনাফার সুযোগ নেই।

শনিবার থেকে আড়তদার ও পাইকারদের কাছ থেকে লবণযুক্ত চামড়া কিনবেন ট্যানারি মালিকরা। তারা বলছেন- সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনা হবে।  এতে যারা কম দামে চামড়া কিনে সংরক্ষণ করেছেন, তারাই এখন সবচেয়ে বেশি লাভবান হবেন।

কিন্তু পোস্তার আড়ত মালিকদের দাবি- ন্যূনতম ৫০০ টাকার নিচে তারা চামড়া কেনেননি। এখন লবণ, শ্রমিক মজুরি ও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে খুব বেশি মুনাফার সুযোগ নেই।

অর্থনীতিবিদরাও বলছেন- এবারের বাজার পরিস্থিতি বিবেচনায় কম দামে চামড়া কিনেও অতিরিক্ত মুনাফার সুযোগ নেই।

এদিকে, আড়তদাররা বলছেন- আগের বকেয়া এখনো পরিশোধ করেননি ৯০ শতাংশ ট্যানারি মালিক। এবার নগদ অর্থ ছাড়া ট্যানারির কাছে এই মৌসুমের চামড়া বিক্রি হবে কি-না সে বিষয়ে বৈঠক হবে শনিবার।

আড়তদার সমিতির দাবি, গেল ৩০ বছরের হিসাবে ট্যানারি মালিকদের কাছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা পাওনা রয়েছে পোস্তার আড়তদারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়