রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার ভোরে এক বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ সদস্য আহত হবার পর হামলাকারী একটি বাড়ির ভিতর আশ্রয় নেয়। এরপরও ওই হামলাকারী পুলিশকে নিশানা করে সেখান থেকে ক্রমাগত গুলি চালিয়ে চলেছে। গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। টেলিফোটে হামলাকারীর সঙ্গে কথাও বলছে পুলিশ। পুলিশ ওই বন্দুকধারীকে কব্জা করা চেষ্টা করছে। আহত ৬ পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে। এঘটনার গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউজের প্রিন্সিপল ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। বন্দুকবাজের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। শেষ পাওয়া খবরে, গুলির লড়াই চলছে। সিএনএন
বিস্তারিত আসছে..