শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিডিয়াকে সোচ্চার হওয়ার আহবান বিচারপতি সিনহার

মোহাম্মদ আলী বোখারী  টরন্টো থেকে  : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সরকারের চলমান নিষ্পেষনের বিরুদ্ধে সোচ্চার হতে কানাডার বহুজাতিক মিডিয়ার প্রতি আহবান জানিয়েছেন। গত ১২ আগস্ট বিকেলে টরন্টো সিটি হলে অনুষ্ঠিত কানাডার ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের মাসিক সভায় তিনি আহবান জানান। সংগঠনের সভাপতি থমাস সারাসের সভাপতিত্বে ওই সভাটি পরিচালনা করেন ড. মোহাম্মদ তাজদোলাতি।

এতে বিচারপতি সিনহা ওই নিষ্পেষনের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমাকে চিকিৎসার নামে উৎখাত করা হয়েছে; অথচ আমি অসুস্থ ছিলাম না। পরদিন সরকার আমার বিরুদ্ধে নানা ধরণের দুর্নীতির অভিযোগ প্রকাশ করে। কেন তারা দেশে থাকতে আমার বিচার করেনি? কেন এখন আমাকে কানাডায় আশ্রয় প্রার্থনা করতে হচ্ছে?’ ‘আপনারা উপলব্ধি করুন, একজন প্রধান বিচারপতি যদি ন্যায়বিচার না পায়, তবে সাধারণ জনগণ কিভাবে পাবে?’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে আমরা ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি; এরপর থেকে ভারতের সঙ্গে আমাদের শান্তি চুক্তি রয়েছে। অথচ ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর যে সকল সংখ্যালঘু হিন্দু ভারতে চলে যায় তাদের সম্পত্তির উপর শত্রু সম্পত্তি আইনের আরোপ ঘটে, যা এখনও প্রচলিত রয়েছে। কেন?’ ‘পার্বত্য অঞ্চলে উপজাতিদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি হয়; যার পরিপূরণ আজো হয়নি। নিরাপত্তা বাহিনী কর্তৃক উপজাতি নারীরা অত্যাচারিত ও অপহৃত হচ্ছে।’ ‘সামাজিক মাধ্যমের ব্লগার ও নাগরিক অধিকার কর্মীরা, বিশেষত লেখনীর কারণে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী সরকার প্রবর্তিত ‘জিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’-এর অধীনে পঞ্চাশের অধিক মানহানির মুখোমুখি রয়েছেন।’ এছাড়া তিনি ওই সভায় উপস্থিত বহুজাতিক মিডিয়া সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘অনুগ্রহপূর্বক আপনারা এ সকল নিষ্পেষনের বিরুদ্ধে লিখুন, যাতে কানাডার মতো উন্নত জাতি সোচ্চার হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়