শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপমাত্রা বৃদ্ধিকারি গ্যাসের পরিমাণ রেকর্ড হারে বেড়েছে, গবেষণা প্রতিবেদন

নূর মাজিদ : ২০১৮ সাল নাগাদ বায়ুমন্ডলে তাপ শোষণকারী গ্যাসের পরিমাণ মানবিক রেকর্ড কার্যক্রম শুরুর পর সর্বোচ্চ মাত্রায় রেকর্ড করা হয়েছে। আমেরিকান মিটিওরজিক্যাল সোসাইটি এবং মার্কিন সরকারের এক যৌথ গবেষণা প্রতিবেদনে একথা জানানো হয়। খবর : দ্য গার্ডিয়ান।

গত ৬ দশকের গ্রিনহাউজ গ্যাসের পরিমাপ করার ইতিহাস এবং বিগত ৮ লাখ বছরের বরফখন্ডের নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ৩২৫ পৃষ্ঠা দীর্ঘ এই প্রতিবেদন প্রস্তুত করেন। ৬০টি দেশের ৪৭০ শীর্ষ বিজ্ঞানী এই গবেষণায় অংশ নেন।

প্রতিবেদনে প্রকাশ, ২০১৮ সালে পূর্ববর্তী বছরের তুলনায় গাড়ি চালানো এবং জ্বালানি পোড়ানোর মতো মানবিক কার্যক্রমের কারণে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ বেড়ে ৪০৭ দশমিক ৪ পিপিএমে উন্নীত হয়। ফলে ১৯৯০ এর দশকের তুলনায় বর্তমানে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৪৩ শতাংশ বেড়েছে।

মধ্য ১৮০০ শতকের পর ২০১৮ সালে চতুর্থ উষ্ণতম বছর রেকর্ড করা হয়। ১৯৮১ এবং ২০১০ সালের তুলনায় এই সময় তাপমাত্রা বাড়ে যথাক্রমে দশমিক ৩ ডিগ্রী এবং দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ২০১৮-এর আগে একবিংশ শতকেই উষ্ণতম বছরগুলো রেকর্ড করা হয়। ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সাল ছিলো ২০১৮ সালের তুলনায় অধিক উষ্ণ।

২০১৮ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও মানব রেকর্ডের ইতিহাসে সবচেয়ে বেশি হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিওনিক অ্যান্ড আটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন জানায়, সাম্প্রতিক প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণেই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, তা সুস্পষ্টভাবে তুলে ধরেছে। সম্পাদনা :ইমরুল শাহেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়