শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিউজ ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় সিএনজিচালিত অটোটেম্পুর সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন সিএনজিচালিত অটোটেম্পুর চালক, অন্যজন যাত্রী। এছাড়া এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার দারিয়াপুরের ঠাকুরের দিঘী ভেলুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক

নিহত সিএনজিচালিত অটোটেম্পুর চালকের নাম খোরশেদ আলম (৩০)। তিনি সদর উপজেলার খোলাহাটি গ্রামের মজনু মিয়ার ছেলে। নিহত যাত্রীর নাম রোমান (২০)। তিনি একই উপজেলার লেঙ্গাবাজারের আবুল হোসেনের ছেলে।

আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহারিয়া বলেন, 'গাইবান্ধাগামী মাইক্রোবাসের সঙ্গে ওই এলাকায় বিপরীতগামী সিএনজিচালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোটেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালক খোরশেদ আলম ও আহত হন ৫ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে রাত ১১ টায় রোমান মারা যান।

তিনি আরও জানান, মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে তার চালক পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখার সময় (রাত পৌনে ১২টায় ) পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএস/..

  • সর্বশেষ
  • জনপ্রিয়