শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংহতি জানাতে আজাদ কাশ্মীর যাচ্ছেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট  : কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে সারা বিশ্বে কেউ প্রতিবাদ না জানালেও পাকিস্তান নিজের অবস্থানে অটল। এ বিষয়ে রেডিও পাকিস্তান জানিয়েছে, কাশ্মীরীদের প্রতি সংহতি জানাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে। তিনি সেখানে যাবেন ১৪ আগস্ট।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও বিরোধী পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো রবিবার রাতেই মুজফফরাবাদে পৌঁছে গিয়েছেন। সোমবার তারা সেখানে ঈদ উল আযহা পালন করেন। কাশ্মীরীদের প্রতি সংহতি জানানোর জন্যই তারা সেখানে ঈদ পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে অধিকৃত কাশ্মীরে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের দাবিতে ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন জানাচ্ছে। একইসঙ্গে ওই কমিটিতে সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে কালো দিবস পালন করবে পাকিস্তান। ওইভাবে ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও কার্ফু জারির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার বিশেষ লোগো প্রকাশ করেছে। তার থিম হল কাশ্মীর বনেগা পাকিস্তান। তাতে কাশ্মীর কথাটি লেখা আছে লাল রং এ।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। সেদেশের সরকার ঘোষণা করেছে, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তোলা হবে। যদিও জাতিসংঘে কাশ্মীর বিতর্ক তুলতে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। তাদের বরাবরের মিত্র চীনও কাশ্মীর নিয়ে তেমন কিছু বলেনি।

সূত্র : দ্য ওয়াল ব্যুরো

  • সর্বশেষ
  • জনপ্রিয়