শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে বাসায় ফিরেই যা করবেন

নিউজ ডেস্ক : ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর প্রতিটি পরিবারকে নিজ ঘরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) তথ্য বিবরণীতে মাধ্যমে এ আহ্বান জানানো হয়। বাংলা ট্রিবিউন

ঈদের ছুটিতে যারা রাজধানী ও বিভিন্ন শহর থেকে গ্রামে ঈদ করার জন্য অবস্থান করছেন তারা বুধবার থেকে কর্মস্থলে যোগ দিতে তাদের বাসায় ফেরা শুরু করবেন। এসব বাসা-বাড়ি তিনদিন বা তার বেশি সময় বন্ধ থাকায় বাড়ির বাসিন্দাদের অসাবধানতা বা অগোচরে সেখানে ডেঙ্গু মশার প্রজনন বা বিস্তার ঘটতে পারে। এ অবস্থায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার ঠেকাতে তাদের সতর্ক থাকতে জরুরি প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাসায় ফিরেই সবার একসঙ্গে ঘরে ঢোকা উচিত হবে না। এ অবস্থায় যা করবেন:

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে

* একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পেছনে, খাটের নীচে স্প্রে করবেন;

* কোনভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঘরে ঢুকতে দেবেন না;

* মশার স্প্রে ব্যবহারের পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন;

* আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সকল দরজা জানালা খুলে দিবেন;

* কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

* এরপর সবাই ঘরে ঢুকবেন।

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নাই-

* সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঢুকে সকল দরজা জানালা খুলে দেবেন

* ঘরের সব ফ্যান ছেড়ে দেবেন

* কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

এসব কাজ সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘরে প্রবেশ করবেন।

আর অবশ্যই রাতে মশারি খাটিয়ে ঘুমাতে যাবেন।

 

এএস/...

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়