সালেহ্ বিপ্লব : লেফটেনেন্ট কর্নেল থেকে পদোন্নতি পেয়ে কর্নেল হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব মোহাম্মদ সাইফ উল্লাহ। শনিবার সন্ধ্যায় গণভবনে তাকে কর্নেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা নাসিমা আক্তার।
এ সময় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মজিবুর রহমান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ও সহকারী সামরিক সচিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।