শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদের স্বীকৃতি মেলেনি গত ৪৮ বছরেও

শেখ নাঈমা জাবীন : গোপালগঞ্জের কাশিয়ানিতে পাকিস্তানীদের নির্যাতনের শিকার কাবেরুন্নেসার পরিবারের স্বীকৃতি মেলেনি গত ৪৮ বছরেও। রাজাকারের সহায়তায় এই পরিবারের প্রধান কালা মিয়াকে ধরে নিয়ে যাওয়া হয়েছিলো। তার খোঁজ আজও মেলেনি। তারা পাশবিক নির্যাতনের চালিয়েছিলো এই পরিবারের এক কিশোরির উপর।

জীবনের শেষ প্রান্তে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার উনা গ্রামের বৃদ্ধা কাবেরুন্নেসা। স্মৃতি হাতড়ে জানান, ১৯৭১ সালের আগস্টে নিখোঁজ হয়েছিলেন তার স্বামী কালা মিঞা। তবে ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিলো জানতে পারেননি আজো।

কাবেরুন্নেসার সন্তান সিদ্দিকুর জানান, মুক্তিযুদ্ধের সময় আগস্টের মাঝামাঝি সময় পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় তার বাবাকে। সেই সময় তাকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন মা কাবেরুন্নেসা। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, রাজাকারদের সহায়তায় সেদিন গ্রামে মুক্তিযোদ্ধা খুঁজতে হানা দিয়েছিলো পাকিস্তানী বাহিনি। খবর পেয়ে যে যেদিকে সম্ভব পালিয়ে গিয়েছিলো গ্রামের মানুষ। তবে সাহসী কালা মিঞা ছিলেন নিজ বাড়িতেই। কাউকে না পেয়ে তাই এই পরিবারের উপরেই চড়াও হয়েছিলো হানাদাররা।

অনেকে বলেন, সেদিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলো কালা মিঞার ১৪ বছরের কন্যা সন্তান। বিচার তো দূরের কথা, স্বাধীনতার ৪৮ বছরেও স্বীকৃতি পাননি কালা মিঞা বা তার পরিবার। দেরিতে হলেও নিখোঁজ কালা মিঞাকে শহীদের মর্যাদা দেয়ার দাবি এলাকাবাসীর। সম্পাদনা : রাকা চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়