শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের গ্রুপে ভারত ও শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক : এ বছরের ২০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলের আসর। বয়সভিত্তিক এ টুর্নামেন্টের প্রথম দুটি আসরের চ্যাম্পিয়নদের মাঠেই অনুষ্ঠিত হবে তৃতীয় আসর। সাত দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আছে ভারত ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার বাফুফে ভবনে হয়েছে টুর্নামেন্টর গ্রুপিং। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা ছাড়া আরও চারটি দল খেলবে এবারের আসরে। ‘এ’ গ্রুপের দলগুলো হলো নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান।

গত আসরে দল ৫টি থাকায় খেলা হয়েছিলো লিগভিত্তিক। পরস্পরের সঙ্গে খেলার পর শীর্ষ দুই দল বাংলাদেশ ও নেপালের পয়েন্ট সমান (৯ পয়েন্ট) হওয়ায় হেড টু হেড ফলাফলে নেপাল চ্যাম্পিয়ন। নেপালের সঙ্গে বাংলাদেশ হেরেছিলো ২-১ গোলে। এবার খেলছে দক্ষিণ এশিয়ার ৭ দেশই। তাইতো টুর্নামেন্ট হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল।

অংশগ্রহণকারী দলগুলোকে চারটি পটে রেখে ড্র অনুষ্ঠিত হয়। এক নম্বর পটে ছিলো গতবারের চ্যাম্পিয়ন নেপাল ও রানার্সআপ বাংলাদেশ। দুই নম্বর পটে ভারত ও ভুটান। তিন নম্বর পটে মালদ্বীপ ও শ্রীলংকা এবং চার নম্বর পটে পাকিস্তান।

ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর শ্রীলংকার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৫ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়