শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

স্বপ্না চক্রবর্তী : বকেয়া বেতন-বোনাসের দাবিতে গতকাল বুধবার রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে জারা জিন্স গার্মেন্টসের পোশাক শ্রমিকরা। বিজিএমইএ এর আশ্বাসে ঘরে ফিরলেও বেতন-বোনাস না পাওয়ার আগে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। এদিকে বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক মালিকপক্ষের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করতে ২৪ ঘন্টা সময় চেয়েছেন।

জানা যায় বুধবার দুপুর সাড়ে তিনটা থেকে বেতন-বোনাসের দাবিতে তারা সড়ক অবরোধ রে রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক জারা জিন্স গার্মেন্টসের এক মহিলা শ্রমিক জানান, আমাদের বেতন-বোনাসের জন্য গার্মেন্টসের মধ্যে বহু আন্দোলন করেছি। কিন্তু কেউ আমাদের কোনো কথা শুনে নাই। তাই বাধ্য হয়ে দাবি আদায় করতে রাস্তায় নেমেছি। অপর শ্রমিক মো. মইন বলেন, এখন পর্যন্ত আমাদের বেতন-বোনাস কিছুই হয়নি। আগামীকাল (আজ) থেকে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বেতন ছাড়া আমরা কীভাবে ঈদ করব? এ দাবিতে দুপুর থেকেই আমরা রাস্তা বন্ধ করে আন্দোলনের নেমেছি। মিরপুর জোনের ট্র্যাফিক সার্জেন্ট তন্ময় দাস শ্রমিক বিক্ষোভের ঘটনা নিশ্চিত করে বলেন, বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা সাড়ে তিনটা থেকে রাস্তা অবরোধ করে। শ্রমিকরা কোনো গাড়ি ভাঙচুর না করলেও রাস্তা জুড়ে তীব্র যানজট তৈরি হয়।
মিরপুর জোনের পুলিশের ডিসি মোশতাক আহমেদ জানান, বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিকেল ৩টার দিকে রাস্তায় নেমে আসেন। বিষয়টির সমাধানে ওই কারখানা কর্তৃপক্ষ ও বিজিএমইএ’র সভাপতির সঙ্গে কথা বলা হয়। বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে-আগামীকালের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। একই কথা বলেন বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, কারখানার মালিকের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আলোচনা করে আগামীকাল (আজ) দুপুরের আগেই সব শ্রমিকের পাওনা মিটিয়ে দেওয়া হবে আমরা আশা করছি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, আন্দোলনকারী শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। বেতন-ভাতা পাওয়া ছাড়া তাদের আর কোনো চাওয়া নেই। আশা করছি বিজিএমইএ হস্তক্ষেপে তারা কারখানা বন্ধ হওয়ার আগে সব পাওনা বুঝে পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়