শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহী দম্পতিকে সময় দিয়েছে দুদক

জান্নাতুল পান্না : বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার মাহী দম্পতি সময় চেয়ে আবেদন করায় অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাদেরকে আগামী ২৫ অগাস্ট হাজির হতে নতুন করে নোটিস পাঠিয়েছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

এর আগে গত রোববার মাহী বি চৌধুরীর গুলশান বারিধারার ( রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় আলাদা নোটিস পাঠিয়ে এই দম্পতিকে ৭ অগাস্ট সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল। ওই নোটিসে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পরে তারা অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরও সময় চেয়ে কমিশনে আবেদন করলে ২৫ অগাস্ট তাদেরকে নতুন করে তলব করা হয় বলে জানান প্রণব ভট্টাচার্য্য। দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করেন বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বিকল্পধারার সংসদ সদস্য। সম্পাদনা : মিঠুন, মুনশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়