শিরোনাম
◈ আরেকটি লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে: সোহরাওয়ার্দীতে জামায়াত আমিরের ঘোষণা ◈ বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির (ভিডিও) ◈ বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না : আব্দুল্লাহ তাহের ◈ গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে, সতর্ক করলেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে

নিউজ ডেস্ক : ঈদ-উল-আজহা আগামী ১২ আগস্ট। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী হাটে আসা শুরু হয়েছে কোরবানির পশু। যদিও আনুষ্ঠানিকভাবে হাট বসতে আরো দুদিন বাকি। তবে দূর-দূরান্তের বিক্রেতারা নিজেদের গরু নিয়ে একটু আগেই নিয়ে আসছেন। পশু আসা শুরু হলেও হাটে এখন ক্রেতা শূন্য। আগত বিক্রেতারা নিজেদের পশুগুলোকে হাটের ভাল অবস্থানে তুলছেন আর যত্ন করছেন। আনুষ্ঠানিকভাবে হাট শুরু হলে বিক্রিও শুরু হবে এমন আশা করছেন হাট সংশ্লিষ্টরা। জনকণ্ঠ

সরেজমিনে কোরবানির পশু আসার দৃশ্য দেখা গেছে রাজধানীর কয়েকটি অস্থায়ী হাটে। যদিও রাজধানীর একমাত্র স্থায়ী হাট গাবতলীতে আরও আগে থেকেই গরু আসছে। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন মোট ২৪টি হাট বসছে এবার। এর মধ্যে উত্তর সিটির অধীনে ১০টি এবং দক্ষিণ সিটির অধীনে ২৪টি হাট। এসব হাটে পাঁচ দিন আগে থেকে হাট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

হাট সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন রবিবার রাতেও অনেক হাটে গরু প্রবেশ করবে। সবচেয়ে বেশি পশু আসবে সোমবার, মঙ্গলবার ও বুধবার। রাত দিন সমান তালে এই তিনদিন পশু আসবে বলে আশা করছেন বিভিন্ন হাটের ইজারাদাররা। এছাড়াও রাজধানীর হাট যেহেতেু রাতদিন ২৪ ঘণ্টা সরগরম থাকে তাই শেষের দিকেও আশপাশ জেলা থেকে আসে পশুবাহী ট্রাক। সে হিসেবে পশু আসা কেবল শুরু।

গাবতলীসহ কয়েকটি হাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। অন্যান্য হাটের তুলনায় গাবতলীর হাটে পশু এসেছে বেশি। তবে পশু আসা শুরু হলেও এখনও কোন ক্রেতা দেখা যায়নি হাটে। এদিকে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে হাটের আনুষ্ঠানিক যাত্রা। এর ফলে সেদিন থেকেই কম বেশি বিক্রির আশা করছেন হাট সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁও পলিটেকনিক মাঠ, আমুলিয়া মডেল টাউন, সারুলিয়া বাজার হাটে এসেছে গরু। তেজগাঁও হাটের পরিচালক মোঃ ফারুক জনকণ্ঠকে বলেন, বেপারিরা কেউ কেউ আগেই চলে আসছে। যদিও কোন ক্রেতা নেই তাই বিক্রিও নেই। তবে বেপারিরা নিজেদের গরুর যত্ন করছেন। আনুষ্ঠানিক হাট শুরু হলে বিক্রি শুরু হবে বলেন তিনি। তিনি বলেন শনিবার রাত থেকেই কিছু কিছু গরুর ট্রাক আসছে রবিবার রাতে আরো প্রবেশ করবে বলেও জানান। আমুলিয়া মডেল টাউন হাটের ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জনকণ্ঠকে বলেন, আমাদের নদী দিয়ে ট্রলারে করে ৮/১০টি ট্রলার এসে ভিড়েছে। সোমবার আরও কয়েক ট্রলার আসবে এছাড়াও ট্রাকেও গরু ছাগল আসছে। যদিও আমাদের হাট শুরু হয়নি তবে বিক্রেতারা এসে পড়লে তো আর চলে যাওয়ার জন্য বলতে পারি না। একই ধরনের কথা বলেন সারুলিয়া হাটের পরিচালক মিন্টু মিয়া। তিনি বলেন, প্রায় দুই শতাধিকের মতো গরু এসেছে। কোন বিক্রি নেই। বেপারিরাই নিজেদের গরু অন্য গরুর সঙ্গে তুলনা করে দেখছেন। গাবতলী স্থায়ী হাটে গরুর সংখ্যা একটু বেশিই। নদী ও সড়ক উভয় পথেই এই হাটে পশু আসছে। যেহেতু এটি স্থায়ী হাট তাই বেপারিরা অনেকেই নিশ্চিন্ত মনে আগেই চলে আসছে। আর অন্যান্য অস্থায়ী হাট প্রস্তুতি নিয়ে বিক্রেতাদের মনে শঙ্কা থাকতে পারে তাই ধীরগতিতে হলে আসছে পশু।

এদিকে কয়েকটি হাটে দেখা গেছে হাটে যারা ইতোমধ্যেই এসে পৌঁছেছেন তারা ভাল জায়গায় নিজেদের পশুটি বেঁধেছেন। যাতে করে ক্রেতাদের দৃষ্টিতে পরে সহজেই। এছাড়াও একজন বিক্রেতা অন্য জনের গরু দেখছেন। গল্প করে নিজেদের মধ্যে পরিচিত হচ্ছেন। কেউ আবার নিজের পশুর বাড়তি যত্ন নিচ্ছেন।

কুষ্টিয়া থেকে আগত বিক্রেতা ছমির উদ্দিন বলেন, আমরা এমনিতেই একটু দূরে থাকি। প্রতি বছর ঢাকার হাট করি। শেষের দিকে আসলে গরু ট্রাক থেকে নামাইতে ঝামেলা হয়। ভিড় থাকে, এখন ভিড় কম আড়ামে যত্ন করে গরু নামাইছি। ভাল জায়গায় রাখছি।

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এক ট্রাক গরু এনেছেন ইব্রাহিম ও তার প্রতিবেশীরা। ইব্রাহিম বলেন, ‘বন্যা হওয়াতে পানি হইছিল এলাকায়। এখন পানি কমলেও আসতেই হবো, তাই আগেই আইলাম।’ উত্তরবঙ্গের অনেক বেপারিরা গরু নিয়ে এসেছেন এই বন্যার পানির কারণে পশুর যত্ন ও খাওয়া সুবিধা হচ্ছিল না। তারা এখন কয়েকদিন রাজধানীর হাটে ভাল যত্ন করতে পারবেন বলে আগে এসেছেন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের হাট : এবার দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ১৪টি স্থানে অস্থায়ী কোরবানির পশুরহাট বসবে। গত কোরবানির ঈদের ১৩টি স্থানে হাট বসেছিল, এবার নতুন করে আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় এবার হাট বসবে। এছাড়া ডিএসসিসির উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট-মৈত্রী সংঘ মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট, শ্যামপুর বালুর মাঠ, মেরাদিয়া বাজার, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ, কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন আশপাশের খালি জায়গা, শনির আখড়া-দনিয়া কলেজ মাঠ, ধূপখোলা ইস্ট এ্যান্ড ক্লাব মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ার টেক মাঠ ও আফতাব নগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।

উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাট : অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার মধ্যে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর সেতুর পশ্চিমে গোল চত্বর পর্যন্ত সড়কের উভয় পাশের ফাঁকা জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে, ভাটারা (সাইদ নগর), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কসংলগ্ন (বছিলা) পুলিশ লাইন্সের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশে সেতু প্রোপার্টি, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিংয়ের খালী জায়গায় অস্থায়ীভাবে পশুরহাট বসবে। আর উত্তর সিটির অধীন গাবতলী স্থায়ী পশুর হাট। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়