শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মিছিল ও পথসভা

জাহিদুল কবীর মিল্টন : শ্রমিক ছাঁটাই বন্ধ, দৈনিক মজুরি সাড়ে চারশ’ টাকা প্রদান ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকুরি না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল লালদীঘি পাড় থেকে শহর প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। রোববার বিকালে ‘যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল পূর্ব ও মিছিল পরবর্তি পথসভা করে। পথসভায় সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহাদ আলী লস্কর প্রমুখ।

পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সভাপতি মন্টু হরিজন, সংগ্রাম কমিটির আহবায়ক সাজেন ডোম প্রমুখ বক্তব্য রাখেন। পথসভাটি পরিচালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক হিরন লাল সরকার।

নেতৃবৃন্দ বলেন, হরিজনরা দীর্ঘদিন ধরে শ্রম আইনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তার ওপর বর্তমানে প্রায় প্রত্যেক পরিবারের একাধিক সদস্যকে চাকুরি থেকে ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। হরিজনরা এখনও পর্যন্ত পরিচ্ছন্নতা পেশা ছাড়া অন্য পেশা চাকরি পায় না। উপরন্তু পৌরসভা কর্তৃপক্ষ অহরিজনদের পরিচ্ছন্নতা পেশায় নিয়োগ দানেরও পাঁয়তারা করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ৩০ দিনই কাজ করে হয় তাদের। অথচ মানুষ হিসেবে বেঁচে থাকার মতো ন্যূনতম কোন প্রকার সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারে না, পারে না কোন ছুটি কাটাতে। তাছাড়া রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাসে ৩০ দিন কাজ করার পর অসুস্থ্য হলে পায় না কোন প্রকার চিকিৎসা সুবিধা। একদিন অনুপস্থিত হলে চাকুরিচ্যুত হতে হয়। সারাজীবন শ্রম দেওয়ার পর শ্রমিকের মৃত্যুতেও তারা পায় না কোন সুযোগ-সুবিধা। নেতৃবৃন্দ কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও এই পেশায় অহরিজনদের অনুপ্রবেশ বন্ধ এবং সরকার ঘোষিত মজুরি অনুযায়ি দৈনিক সাড়ে ৪ শত টাকা প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের জোর দাবি জানান। সম্পাদনা : মুনশি/মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়