শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কোচ হবেন মাহেলা জয়াবর্ধনে, তবে কিছু শর্তে

আক্তারুজ্জামান : বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলের মূল কোচ স্টিভ রোডসকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন শুরু হয়েছে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় নাম আসতে শুরু করেছে একাধিক খ্যাতিমান কোচ ও সাবেক ক্রিকেটাদের। এরই মধ্যে টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যানিয়েল ভেট্টরি এবং চার্ল ল্যাঙ্গেভেল্ট। এখন দরকার মূল কোচ।

টাইগারদের যখন নতুন হেড কোচ দরকার, ঠিক তখনই পার্শ্ববতী দেশ ভারতেরও নতুন হেড কোচের প্রয়োজন পড়েছে। বিশ্ব ক্রিকেটের ধনী এই দুই ক্রিকেটের বোর্ডের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বহু সাবেক ক্রিকেটার। ইতিমধ্যে ভারতের কোচ হওয়ার আবেদন করেছেন প্রায় দুই হাজার সাবেক ক্রিকেটার ও কোচ।

তাদের মধ্যে টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, সৌরভ গাঙ্গুলিদের নাম উঠে এলেও চূড়ান্তভাবে কেউই আবেদন করেননি। কারণ ইতিমধ্যেই ভারতের অধিনায়ক কোহলির পছন্দে কোচ হওয়া একদম নিশ্চিত হয়ে গেছে সাবেক কোচ রবি শাস্ত্রিরই। তাই ভারতের কোচ হওয়ার আবেদন করলেও সেই পথ থেকে পিছে ফিরে এসেছেন মুডি, জয়াবর্ধনেরা।

তবে ভারতের এই কোচ বাছাই প্রায় চূড়ান্ত হওয়ায় এক প্রকার সুবিধাই পেয়েছে টাইগাররা। কারণ এখন বহু কোচই মুখিয়ে আছে টাইগারদের ডেরায় ভিড়তে। ইতিমধ্যেই টাইগারদের নতুন কোচ হতে আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে।

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন বলেন, ‘ভারতের কোচ হওয়ার দৌড়ে আছেন অনেকে। ভারত কোচ নিয়োগ দেওয়ার পর আমরা জোরেশোরে নামব। অনেকের সঙ্গেই কথাবার্তা হয়ে আছে। আমরা পূর্ণ সময়ের জন্য কোচ চাই, যার আন্তর্জাতিক পরিচিতিও রয়েছে।’ এই দৌড়ে মাহেলা জয়াবর্ধনেও আছেন।

টাইগারদের কোচ হতে মাসে ৫৫ হাজার ডলার চেয়েছেন মাহেলা। কিন্তু শর্ত দিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছাড় চান তিনি। মাহেলাকে টাইগারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ বেতনে কোচ নিয়োগ। কিন্তু বিসিবি এই শর্তে রাজি হবে কিনা সেটা এখনো জানা যায়নি। অবশ্য বিসিবি বস নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন যে তিনি ফুলটাইমের জন্য কোচ নিবেন। কোনো পার্ট টাইম কিংবা অন্য কোথাও ক্লাবভিত্তিক কোনো কোচিং করেন এমন কাউকে নিয়োগ দেবে না বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়