শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের মাটিতে খেলতে ঘৃণা হতো শেন ওয়ার্নের

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থেকে অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের মাটিতে খেলতে তার ঘৃণা হতো। ক্রিকইনফোর নিয়মিত আয়োজন, ‘ক্রিকেটারদের ২৫ প্রশ্ন’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেন ওয়ার্ন। যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ক্যারিয়ারের শুরুতে কোন দেশ সফরে ঘৃণা করতেন? এ প্রশ্নের জবাবে খানিক দ্বিধায় পড়ে যান ওয়ার্নি। বেশ কিছুক্ষণ ভেবে এক শব্দে উত্তর দেন, ‘পাকিস্তান।’ যদিও এর পেছনের কোনো কারণ ব্যখ্যা করার সুযোগ ওয়ার্নকে দেননি উপস্থাপক।

কিন্তু নিজের টেস্ট ক্যারিয়ারে একবারই মাত্র পাকিস্তান সফর করেছেন ওয়ার্ন এবং ওয়ানডেতে ১৯৯৪ সালের ত্রিদেশীয় সিরিজ এবং ১৯৯৬ সালের বিশ্বকাপের এক ম্যাচ খেলতে গিয়েছিলেন। তবুও তার পাকিস্তানে যেতে কেন ঘৃণা হতো এটা জানা যায়নি।

অনেক বছর ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। দু-একটি নিচের সারির দল সফরে গেলেও প্রতিষ্ঠিত কোনো দলই জঙ্গি আক্রান্ত দেশটিতে সফর করতে রাজী হয় না তবে শেন ওয়ার্নারা যখন ক্রিকেট খেলতেন, তখন এমন পরিস্থিতি ছিল না। পাকিস্তানে তখন দুর্দান্ত সব ক্রিকেটার খেলতেন।

ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারের প্রশ্নে ওয়ার্নের প্রতিদ্ব›দ্বী একজনই- মুত্তিয়া মুরলিধরন। দুজনেই সহস্রাধিক আন্তর্জাতিক উইকেটের মালিক। আর কেউ তাদের ধারেকাছে নেই। দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে ক্রিকেটবিশ্ব দুই ভাগ হয়ে আছে। পরিসংখ্যানের আশ্রয় নিলে ওয়ার্নের এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়