শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরলো যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল : রাশিয়ার সঙ্গে হওয়া একটি পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি, ইয়ন।

১৯৮৭ সালে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি (আইএনএফ) মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে স্বাক্ষরিত হয়। এ বছরের শুরুতে ন্যাটো ও যুক্তরাষ্ট্র অভিযোগ করে রাশিয়া এই চুক্তির নীতিমালা লঙ্ঘন করেছে। এই চুক্তির আওতায় ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার সীমার ক্ষেপণাস্ত্রগুলোকে নিষিদ্ধ করা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়া বেশ কিছু ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র তৈরী করেছে। ন্যাটোও যুক্তরাষ্ট্রের এই দাবিকে সমর্থন করে। তবে মস্কো সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘রাশিয়া এই চুক্তি বাতিলে এককভাবে দায়ি। আমাদের ন্যাটো মিত্রদের সমর্থন নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই চুক্তির প্রতি আমাদের আরো কোনো দায়বদ্ধতা নেই।’

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এই চুক্তি এখন মৃত বা বাতিল হয়ে গেছে। এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই রাশিয়াকে ২ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। চুক্তি বাতিলের খবর প্রকাশের পর রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই চুক্তি থেকে রাশিয়ার দায়বদ্ধতা প্রত্যাহার করে নেন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়