শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ উয়েফা সুপার কাপে নারী রেফারি হয়ে ইতিহাস গড়ছেন স্টেফানি

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে পুরুষের পাশাপাশি নারীরাও এখন এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এমনকি ম্যাচ পরিচালনায়ও তারা বেশ দক্ষ হয়ে উঠছে সেটা বোঝা গেছে গত বছরেই। পুরুষদের ফুটবল ম্যাচও পরিচালনা করেছেন নারী রেফারি। তবে এবার উয়েফার বড় কোনও ম্যাচে নারী রেফারি দ্বারা ম্যাচ পরিচালনার ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে লিভারপুল-চেলসি ম্যাচে রেফারি হিসেবে থাকবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। আর লিখবেন নতুন ইতিহাস।

ফরাসি এই রেফারির সঙ্গে ইস্তাম্বুলের ম্যাচ পরিচালনায় সহকারী হিসেবে থাকবেন আরও দুই নারী রেফারি। ৩৫ বছর বয়সী ফ্রাপার্ট গত মাসে নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের ম্যাচও পরিচালনা করেছিলেন।

নারীদের সেরা রেফারি হওয়ার পর পুরুষ ফুটবলেও দায়িত্ব পালনের নজির গড়েন। ফ্রান্সের ফুটবলে লম্বা সময় ধরে পুরুষদের ম্যাচে রেফারির দায়িত্ব সামলে আসছেন ফ্রাপার্ট। তার মতো দক্ষ ম্যাচ পরিচালকের ওপর দায়িত্ব দিতে পেরে আনন্দিত উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনও।

গত এপ্রিলে ফ্রান্সের সর্বোচ্চ টুর্নামেন্ট লিগ ওয়ানে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রাপার্ট। ২০১৪ সাল থেকে ‘লিগ টু’-এর রেফারি হিসেবে কাজ করা ফ্রাপার্টকে ‘প্রোমোশন’ দিয়ে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দেয় ফ্রান্স ফুটবল ফেডারেশন। ওই বছরেই অ্যামিওঁ-স্ত্রাসবুর্গের ম্যাচ দিয়েই লিগ ওয়ান ইতিহাসের প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন স্টেফানি। সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়