শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে আমনের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

সাহাবুদ্দিন সনু : কাঙ্ক্ষিত ধানের দাম না পাওয়ার পরও চাঁপাইনবাবগঞ্জে রোপা-আমনের আবাদ নিয়ে ব্যস্ত কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টিপাত দেরিতে হলেও সময় থাকা এবং কৃষকরা সেপ্টেম্বরের মধ্যভাগ পর্যন্ত আমনের আবাদ করতে পারবে। ইতোমধ্যে ৬০ ভাগ জমিতে আমন ধান রোপনের কাজ শেষ করেছে কৃষকরা। তবে, কৃষি বিভাগ আমনের ভাল ফলনের আশা করছে।

জানা গেছে, জেলার ৫টি উপজেলায় চলতি মৌসুমে ৫১ হাজার ২শ ৬১ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৩৩ হাজার ৮শ ১০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যভাগ পর্যন্ত আমন আবাদ করতে পারবে কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৮ হাজার ৭শ ৫০ হেক্টরের বিপরীতে ৪ হাজার ১’শ হেক্টর, নাচোলে ২২ হাজার ৫শ ৭৮ হেক্টরের বিপরীতে ১৭ হাজার ৫শ হেক্টর, গোমস্তাপুরে ১৪ হাজার ৮শ ৪৩ হেক্টরের বিপরীতে ১১ হাজার ২শ ৫০ হেক্টর, ভোলাহাটে ৪ হাজার ৩শ ৪০ হেক্টরের বিপরীতে ৪ হাজার ৩শ ৪০ হেক্টর, শিবগঞ্জে ৭’শ ৫০ হেক্টরের বিপরীতে ৩শ ৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

ঠাকুরপলশা কালুপুরের কৃষক নাজির হোসেন বলেন, বৃষ্টি দেরীতে হলেও পুরো জমি চাষাবাদ করা হয়েছে। খরচ বাড়লেও তুলনামূলক ধানের দাম কম, তারপরও জমিতে আমনের আবাদ করেছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. ঞ্জুরুল হুদা জানান, এ বছর রোপা আমন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত না হলেও, পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কৃষকরা আবাদ করছে। তিনি আরো জানান, সেপ্টেম্বর মাসের মধ্যভাগ পর্যন্ত চাষাবাদ চলবে। গত বছর এ সময় ২ শ ৫০ মি.মি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে এ পর্যন্ত ৩শ ৫৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। তবে, বৃষ্টি দেরিতে হলেও ভালো ফলনের আশা করছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়