শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল ও মানবিক পাঠ্যসূচির দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

রেন্টিনা চাকমা: পাঠ্যসূচী বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও জেন্ডার সংবেদনশীল হিসেবে সংস্করণ করার দাবি জানিয়ে আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান ভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল,ও মানবিক পাঠ্যসূচি চাই’- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ওই সভায় প্রধান অতিথি মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, কারিকুলামের যে অসঙ্গতি রয়েছে তা পরিবর্তন করা আবশ্যক। পাশাপাশি এটির বাস্তবায়ন রাজনৈতিক ও সামাজিক শক্তির উপর নির্ভর করে। রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের উপর জোর দিতে হবে।

সভার সভাপতি আয়শা খানম বলেন শিক্ষার জন্য প্রথম প্রণীত কুদরত-ই খুদা শিক্ষা কমিশন মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার চেতনার ধারক ও বাহক হিসেবে গঠিত হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় পাঠ্যসূচীর পরিবর্তন অনেকাংশেই মুক্তিযুদ্ধের চেতনার ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী। এটি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব তৈরি করছে ।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সোহরাব হোসাইন বলেন, শিক্ষায় নারীরা পুরুষের তুলনায় বেশ এগিয়েছে। পাশাপাশি আজকের আলোচনায় ও বাংলাদেশ মহিলা পরিষদ থেকে প্রদত্ত সুপারিশগুলো বিবেচনায় আনা হবে বলে মন্তব্য করে তিনি বলেন কনটেন্ট তৈরি করার পরে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে মনিটরিং করতে হবে।’ বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষাখাতের জন্য কৌশলপত্র নির্ধারণ করে সরকারকে কাজ করতে হবে, পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে তাহলে পাঠ্যসূচীতে বিজ্ঞান ভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল,ও মানবিক দিক নিশ্চিত করা সম্ভব হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সোহরাব হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জনাব শফিউদ্দিন আহমেদ, বিশিষ্ট কলামিষ্ট জনাব আবুল মোমেন, অধ্যাপক মো: মশিউজ্জামান, সদস্য এনসিটিবি, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, বিশিষ্ট কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) জনাব আব্দুল মান্নান। সম্পাদনা : আমিন মুনশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়