শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আইসিসির দিকে তাকিয়ে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আইসিসির সদস্যপদ থেকে জিম্বাবুয়ের ক্রিকেটকে বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অথচ আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়েকে নিষিদ্ধ করায় শঙ্কায় পড়েছে এই টুর্নামেন্ট আয়োজনে। এদিকে আইসিসির ধরনা ধরছে জিম্বাবুয়ে। তাই বিসিবি আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

মূলত রাজনৈতিক হস্তক্ষেপ আছে বোর্ডের নির্বাচন আর প্রশাসনিক কার্যক্রমে। আইসিসির তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়ার পরই বহিষ্কার করা হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসিত দেশটি। নিষেধাজ্ঞা তুলে নিতে তারা ধরনা দিচ্ছে আইসিসির দরজায়। বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা অক্টোবরের সভায় সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

কিন্তু, এমন অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আশাবাদী জিম্বাবুয়ে। আর বিস্ময়করভাবে তাতে সায় দিচ্ছে বিসিবিও।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন বলেন, ‘জিম্বাবুয়ের ওপর কিছু নিষেধাজ্ঞা এসেছে। তারা আমাদের জানিয়েছে বিষয়টি দ্রুত তারা সমাধানের পথে নিয়ে যাবে। তারা আমাদের সাথে খেলতে এখনও আগ্রহী। আমরাও অপেক্ষা করছি।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়