শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত লাভলী রহমান একজন মানবাধিকার কর্মী

আসিফ হাসান কাজল : গৃহকর্মীকে ১০ তলার বাইরে দাঁড় করিয়ে আলোচিত লাভলী রহমান কোন মানবাধিকার কর্মী নয় তিনি একজন আওয়ামীলীগ নেত্রী বলে জানিয়েছেন তার বাড়ির কেয়ার টেকার মো: জাহিদুর রহমান।

ঢাকার কাকরাইল সার্কিট হাউজ সড়কে গাউছিয়া ডায়নেস্টি এ্যাপার্টমেন্টের ১৬৬৩ স্বয়ার ফিটের ফ্লাটটি তার নিজের। তার স্বামীর নাম হাবিবুর রহমান তিনি পেশায় একজন কৃষিবিদ। এক ছেলে এক মেয়ে নিয়ে তিনি অন্তত ১০ বছর ধরে দশ তলার ফ্লাটে বসবাস করেন।

মো. মুন্না গত সাত বছর ধরে এই এ্যাপার্টমেন্টে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে রয়েছেন। তিনি জানান, অল্পবয়সী ও বৃদ্ধা বয়সী অনেক মহিলা তার ফ্লাটে প্রতিদিন যাতায়াত করেন। তবে আওয়ামী লীগের কোন মিটিং সমাবেশ না থাকলে তিনি বাড়ি থেকে বের হননা। এছাড়াও প্রায় তার সঙ্গে দেখা করতে দলীয় লোকজন আসেন।

তার স্বামী হাবিবুর রহমান এর বাড়ি জামালপুরে হলেও লাভলী রহমানের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করেন বলে এ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দারা জানান। লাভলী রহমান ও তার পরিবারের জন্য একটি মাত্র গাড়ী রয়েছে। তবে সে গাড়িতে কোন ধরণের মানবাধিকার সংগঠনের স্টিকার সংযুক্ত নেই। এমনকি তার ফ্লাটের বাইরেও মানবাধিকারের কোন আলামত পাওয়া যায়নি।

গাউছিয়া ডায়নেস্টি এ্যাপার্টমেন্টের ব্যবস্থাপক মো. সাত্তার হোসেন বলেন, এই বাড়িতে ১১২টি ফ্লাটের মধ্যে কে কোথায় কি করে তা বলা কঠিন। তবে লাভলী ম্যাডামকে সবাই চিনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়