শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ.আফ্রিকার কাছে ৫ রানে হেরে গেলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে আন-অফিসিয়াল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ এমার্জিং প্লেয়ার নারী দল। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দু’দল। ব্যাটিং দুর্বলতায় মাত্র ৫ রানে হেরে যায় তারা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দ.আফ্রিকা এমার্জিং নারী দল ৪ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান। জবাবে, জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারানো বাংলাদেশ তোলে ১২৫ রান। প্রোটিয়ারা তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে।

প্রোটিয়া দুই ওপেনার ত্রিশা ছেট্টি এবং তাজমিন ব্রিটজ ১৮ ওভার ৫ বলে অবিচ্ছিন্ন থেকে তুলে নেন ১২৭ রান। ছেট্টি ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে করেন ৭২ রান। তার ৫৯ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চারের মার। শেষ ওভারে বিদায় নেওয়ার আগে আরেক ওপেনার ব্রিটজ করেন ৫৫ বলে তিন চার, এক ছক্কায় ৫২ রান। শেষ ওভারেই তিনটি উইকেট হারায় প্রোটিয়ারা।

বাংলাদেশের রিতু মনি তুলে নেন দুটি উইকেট। একটি উইকেট পান খাদিজাতুল কুবরা।

১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন ব্যক্তিগত ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার সানজিদা ইসলাম করেন ২১ রান। দলপতি নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১২ রান। ৩২ বলে দুই বাউন্ডারিতে ৩৪ রান করেন ফাহিমা খাতুন। শায়লা শারমিন ৯, নাহিদা আখতার ১ রান করেন। ১০ বলে তিনটি বাউন্ডারিতে ১৯ রান করে দলকে জয়ের পথে টানেন রিতু মনি। নুজহাত তাসনিয়া রানআউট হওয়ার আগে করেন ৩ রান। প্রোটিয়া বোলার শেখুখুনে তুলে নেন তিনটি উইকেট।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট। সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়