শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজের শেষ ম্যাচেও একই চেহারা বাংলাদেশের

আক্তারুজ্জামান : হোয়াইটওয়াশ এড়াতে পারছেন না তামিম? বাংলাদেশ দলের খেলার খবর রাখে এমন যে কাউকে প্রশ্নটা করলে খুব সহজেই উত্তর পাওয়া যাবে। লঙ্কা সফরে দলের চেহারা তো পাল্টাচ্ছেই না। তা হোয়াইটওয়াশ এড়ায় কিভাবে? তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন এবং একাদশে ডাক পাওয়া এনামুল সবার চেহারা একই। ব্যাট হাতে ক্রিজে নেমে ভালো কিছু উপহার দিতে না পেরেই সাজঘরে ফিরে গেছেন। আর আগের দুই ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করা মুশফিকও আজ তামিমের দেখানো পথে হেঁটেছেন। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সবমিলিয়ে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশের দিকেই এগোচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার খেলেছে বাংলাদেশ দল। ২৯৫ রানের জবাবে খেলতে নেমে ইতিমধ্যে ৫টি উইকেট হারিয়ে রান তুলেছে । ক্রিজে আছেন সৌম্য সরকার (৩৯) ও সাব্বির রহমান (১)। জয়ের জন্য এখনো ২০৯ রান দরকার টাইগারদের।

লঙ্কান পেসার কাসুন রাজিথা ও স্পিনার দাসুন শানাকাকে খেলতেই পারেনি বাংলাদেশের টপঅর্ডার। আজ ওপেনিংয়ে সৌম্যকে রেখে এনামুলকে নিয়ে নামেন তামিম। এনামুল ১৪ রান করলেও তামিম ফেরেন মাত্র ২ রানে। মুশফিক আজ ব্যর্থ হয়ে ফেরেন ১০ রানে। আর সাকিবের স্থলাভিষিক্ত হতে চাওয়া মোহাম্মদ মিঠুন একেবারেই ব্যর্থ। মাত্র ৪ রান করেন তিনি। লঙ্কানদের হয়ে রাজিথা ২টি এবং শানাকা ৩টি উইকেট নেন।

মাহমুদউল্লাহ রিয়াদ একটু সঙ্গ দিচ্ছিলেন সৌম্য সরকারকে। কিন্তু শানাকার বলে বিভ্রান্ত হয়েছেন রিয়াদও। ব্যাচ যেনো শুনছেই না রিয়াদের কথা। ২৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯ রানে ফেরেন তিনি।

২০ ওভার শেষেই দলের অবস্থা যখন এই তখন হোয়াইটওয়াশের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তামিমদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়