শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী বাদে ৬৩ জেলায় ডেঙ্গু রোগী ২৬৫৪ জন, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

ইয়াসমিন: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ঢাকার বাইরে শুধু নেত্রকোনা জেলা ডেঙ্গুমুক্ত রয়েছে। বাকি সব জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে। এ বছর রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। রাজধানী বাদে ঢাকা বিভাগে ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬০৯ জন, খুলনা বিভাগে ৪৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯৯ জন, রংপুর বিভাগে ১৪৮ জন, বরিশাল বিভাগে ১২৮ ও সিলেট বিভাগে ১৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন গত ১ জানুয়ারি থেকে বুধবার ৩১ জুলাই পর্যন্ত।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ও এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সকল চিকিৎসককে জাতীয় ডেঙ্গু গাইডলাইন মেনে চিকিৎসা দিতে বলেছি।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে ডেঙ্গু শনাক্তকরণ কিট পাঠানো হয়েছে। আমরা এগুলো সব উপজেলায় দিয়েছি। সেখানে বিনামূল্যে ডেঙ্গু শনাক্ত করা হচ্ছে।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়