শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় সাঁওতালদের সড়ক অবরোধ-মানববন্ধন

মহসীন কবির : বাড়িঘরে আগুন ও হত্যার ঘটনায় পিবিআইয়ের দেয়া চার্জশিট বাতিল, পুনঃতদন্ত ও সাবেক এমপি আবুল কালাম আজাদের নামসহ অন্যান্যদের নাম অন্তর্ভূক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। এ সময় তারা সড়ক অবরোধ করে।

মঙ্গলবার সকালে আদিবাসী সাঁওতালরা গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধায় আসেন। তারা শহর প্রদক্ষিণ করে ডিবি রোডে গিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেন। পরে তারা পিবিআইয়ের দেয়া চাজর্শিটের প্রতিবাদে ও তা বাতিলের দাবি জানিয়ে রাস্তার ওপর শুয়ে পড়ে অবরোধ করেন।

এ সময় বক্তব্য রাখেন মামলার বাদী থমাস হেমব্রম ,ডা. ফিলিমন বাসকে, সিপিবি নেতা মিহির ঘোষসহ অন্যরা। বক্তারা বলেন, ২০১৬ সালে সাঁওতাল পল্লীতে হামলা অগ্নিসংযোগ ও তিনজন আদিবাসীকে হত্যা করা হয়। এজন্য আদিবাসী থমাস হেমব্রম বাদী হয়ে মামলা দায়ের করা হলে হাইকোটের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হয়।

দীর্ঘদিন তদন্তের পর রোববার পিবিআই মামলার প্রধান অভিযুক্ত সাবেক এমপি আবুল কালামসহ তার লোকজনকে বাদ দিয়ে চাজর্শিট দেয়। এতে আদিবাসীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা ওই চাজর্শিট বাতিল ও মামলায় অভিযুক্তদের অন্তর্ভূক্তির দাবিতে আজ গাইবান্ধায় এসে মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিচী পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়