শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই  খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বললেন দুলু

কাজী বাবলা, পাবনা : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি বলেন, সরকার  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আন্দোলন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া বেগম জিয়ার মুক্তিসহ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সংগঠনকে বেগবান করে মানুষের মুক্তির লড়াইকে ত্বরান্বিত করতে হবে। জুলুমবাজি বন্ধ না হলে অচিরেই দেশবাসীকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার দুপুরে শহরের গোপালপুর দলীয় কার্যালয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানসহ নেতৃবৃন্দ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সম্পাদনা : মিঠুন/মুসবা

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়