শিরোনাম
◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়া সাহার বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ, তদন্ত করছে এনজিও ব্যুরো

হ্যাপি আক্তার : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ জানানো প্রিয়া সাহার এনজিও শারি’র বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করছে এনজিও বিষয়ক ব্যুরো। ডিবিসি নিউজ ৯:০০।

প্রিয়া সাহার সাবেক সহকর্মী ও প্রকল্প এলাকার লোকজন প্রিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। এরইমধ্যে সংখ্যালঘুদের নিয়ে চলা একটি প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়ে তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত প্রিয়া সাহার এনজিও ‘শারি’ দলিত সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য দুটি প্রকল্পে অনুদান খরচ করেছে ৬ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৪’শ ৮৪ টাকা। এনজিওটির তথ্য বলছে, এই টাকার প্রায় অর্ধেকই খরচ করা হয়েছে পিরোজপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়। তবে সংখ্যালঘুদের জন্য যে এলাকায় সবচেয়ে বেশি কাজের কথা বলেছে এনজিওটি, সে এলাকায় এই এনজিও তাদের জন্য কিছুই করেনি।

সংখ্যালঘুরা বলছেন, তিনি যে অর্থ নিয়ে আসেন, তা তার স্র্থেবার জন্যই। কোনো অনুদান দেয়া হয় না।
সম্প্রতি প্রিয়া সাহার এনজিও থেকে অব্যহতি নেয়া সদস্যরা অভিযোগ করেছেন সংখ্যালঘুদের দেখিয়ে বিদেশী অনুদান আত্মসাৎ করেছেন প্রিয়া সাহা।

এনজিও থেকে অব্যহতি নেয়া সদস্য খালিদ আবু বলেন, তিনি কোনো কার্যক্রম করছেন না। শুধু চা-নাস্তা আর বাকিটা নাম মাত্র বিল করে টাকা আত্মসাতের জন্য তিনি এ কার্যক্রমটা করেছেন।
এনজিও থেকে অব্যহতি নেয়া সদস্য সাদুল্লাহ লিটন বলেন, দলিতদের নাম নিয়ে বিভিন্ন দেশ থেকে টাকা আনতেন। তাদের কর্মকাণ্ডের জন কিছু কর্মকর্তাসহ প্রিয়া সাহার দ্রুত তদন্ত হওয়া উচিত।

বর্তমানে প্রিয়া সাহার এনজিও ‘শারি’র’ মাধ্যমে সংখ্যালঘুদের জন্য চলমান ৩ বছরের একটি প্রকল্পের প্রথম বছরের অর্থের ব্যয় ও পরিচালনা নিয়ে নানা অসংগতি পেয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। ব্যুরোর নিরীক্ষা বিভাগ বলছে, এনজিও ব্যুরোর অনুমোদন না নিয়েই স্থানীয়ভাবে অনুদান নিয়েছে ‘শারি’। এরকম আরো কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও নিরীক্ষা) মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, যেকোনো অভিযোগ আসলে আমরা তদন্ত করবো এবং ২০১৬ সালে যে আইন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেব। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে। সম্পাদনা : রাশিদুল/মঈন

  • সর্বশেষ
  • জনপ্রিয়