শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ক্রীড়াবিদকে স্থায়ী চাকরি দেবে আনসার ও ভিডিপি

নিউজ ডেস্ক : সব ক্রীড়াবিদকে স্থায়ী চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। মঙ্গলবার আনসার ও ভিডিপি সদর দফতরে পদকজয়ী ক্রীড়াবিদদের প্রাইজমানি বিতরণী অনুষ্ঠানে একথা বলেন আনসারের মহাপরিচালক। যুগান্তর

মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন, অনেক ক্রীড়াবিদ ভাতা সৈনিক হিসেবে কাজ করছেন বাংলাদেশ আনসার ও ভিডিপিতে। আমরা সব ক্রীড়াবিদকে পর্যায়ক্রমে স্থায়ী চাকরির আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের মানোন্নয়নে গাজীপুরের সফিপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্স টার্ফ বসছে। নির্মাণ করা হবে সুইমিংপুল। ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য আমরা সব ব্যবস্থা করব।

২০১৮ সালে দেশে-বিদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পাওয়া পাঁচ শতাধিক ক্রীড়াবিদকে প্রায় ৪৫ লাখ টাকার প্রাইজমানি দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

গত এক বছর ২৯টি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দল ১৬০টি স্বর্ণ, ৯৬টি রুপা ও ৯০টি ব্রোঞ্জপদক জেতে। এর মধ্যে ২০টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, পাঁচটিতে রানার্সআপ এবং একটিতে তৃতীয় ও তিনটিতে চতুর্থ হয় তারা। আনসার ও ভিডিপির পরিচালক (ক্রীড়া) নুরুল হাসান ফরিদী বলেন, আমরা প্রত্যেক বছর বড় আকারে আয়োজন করে ক্রীড়াবিদদের প্রাইজমানি দিয়ে থাকি। আগামীতেও দেয়ার চেষ্টা করব।

টোকিও ২০২০ অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশের অন্যতম সেরা তীরন্দাজ রোমান সানা বলেন, আনসার বাহিনীতে আসার পর আমাকে সব সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল। আমি তারচেয়েও বেশি পাচ্ছি।

গৌহাটি এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বলেন, অন্য দেশের ক্রীড়াবিদদের তুলনায় আমরা সরকারি সহযোগিতা কম পাই। যার কারণে আমাদের ক্রীড়াবিদরা বেশিদূর এগোতে পারে না।

এএস/টিই

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়