শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয় নামের পাথর কিশোরের বিচার দেখতে চাই

রবিন আহসান : ২১ জুলাই রাতে ফেসবুকে একটা ছবিটা দিয়ে লিখে ছিলাম, একে ধরে পুলিশে দেন। ২২ জুলাই রাত বারোটা পর্যন্ত এটি তিন হাজার শেয়ার হয়েছে। আমি মনে করি এবং বিশ্বাস করি যে, এখানে থেকেই একটা পাল্টা ¯্রােত তৈরি করতে হবে আমাদের। মাত্র কিশোর বয়সী ছেলেটা যেভাবে লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো মায়ের বয়সী একজন নারীকে তার অপরাধের বিচার জুরুরি। ওই রাতে বাসায় গিয়ে আমার দুই ছোট ভাইকে মোবাইলে এই ছবি দেখাই এবং সাবধান করে দিই রাস্তায় কোথাও তারা মানুষের উপর চড়াও না হয়... হলে কিন্তু খুঁজে খুঁজে পুলিশ ধরবে এবং বিচারে তাদের ফাঁসিও হতে পারে। আপনি কি আপনার পরিবারের কিশোর ছেলেটিকে এভাবে বুঝিয়েছেন পাশের বাসার কিশোরটাকে যে এভাবে মানুষ মারতে নেই। এই কিশোরের ছবিটা আমি ইচ্ছে করেই দিয়েছি যে এই বয়সী কিশোররা আমাদের আশপাশে হাজার হাজার আছে আর তারাও শিক্ষা সংস্কৃতি থেকে অনেক দূরে মানুষের জীবনের কোনো দাম নেই এদের কাছে। এই কিশোরের প্রকাশ্যে আদালতে বিচার হওয়া দরকার এবং একে গণমাধ্যমে প্রচারে এনে বাকিদের বুঝিয়ে দিতে হবে কোনো হত্যাকারী অপরাধীর জায়গা বাংলাদেশ নয়। যদি আমরা তা না পারি তবে আজ রেনু আপনার বোন, কাল আমার বোন বীথিরা এভাবে নিহত হবে। হৃদয় নামের এই পাথর কিশোরের বিচার আমি দেখতে চাই মহামান্য বাংলাদেশ... ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়