শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনাম আহমেদ কি  পারবেন আওয়ামী লীগ নেতাকর্মীদের আস্থা অর্জন করতে?

রবিউল আলম : রাজনীতির অপর নাম বলা হয় পক্ষ-প্রতিপক্ষ। আমি আমার আদর্শ, আমার বিশ্বাস, আমার কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করে দলের জন্য সাংগঠনিক শক্তি অর্জন করবো এমনটাই নির্দেশনা ছিলো দলের প্রাথমিক প্রশিক্ষণের সময়। নিজের লোভ-লালসা বিসর্জন দিয়ে অর্জন করতে হবে ত্যাগের মহিমা। সমাজের খারাপ লোক, খারাপ রাজনীতিকদের চরিত্র সাধারণ মানুষের কাছে চিহ্নিত করে প্রতিরোধ গড়তে হবে। সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাতে হবে। আদর্শের অনেক বাণী আজ আমাদের মধ্যে চর্চা হয় মুজিব আদর্শের রাজনীতির মাধ্যমে। দেশ ও জাতির জন্য কি করতে পেরেছি বলতে পারবো না। তবে আদর্শের রাজনীতির জন্য নিজেকে সমাজের সঙ্গে মিলিয়ে চলতে শিখেছি একথা হলফ করে বলতে পারি।

আলহাজ মো. সাদেক খান এমপি একটি হাদিসের বাণী শোনাতেন, পাহাড় উড়ে এসে নদীতে পড়েছে, বিশ্বাস করো আল্লাহ্ পাক করতে পারে। খারাপ মানুষ ভালো হয়ে গেছে, বিশ্বাস করো না, সুযোগ পেলে ছোবল দিতে পারে। আমি দলে থাকি আর না থাকি দলের কিছুই হবে না, আমার চেয়ে শতগুণ অনেক বড় বড় নেতা আজ দলে নেই, তাই বলে দলের কোনো ক্ষতি হয়নি। রাজনীতি কারও জন্য অপেক্ষা করে না। ইনাম আহম্মেদ চৌধুরী আমার দলকে কী দেবেন, কী দিতে পারবেন, যার সারা শরীর ও মন নষ্ট হয়ে আছে। ইনাম আহমেদ চৌধুরীদের দিয়ে প্রতিপক্ষের রাজনীতিকে আমরা জনগণের কাছে ভুল প্রমাণ করতে পারি। আমার ভয় হয় এই ভেবে যে, ভুল প্রমাণ করতে করতে না আমি নিজেই ভুল করে ফেলি। স্বনামধন্য লেখকদের অনেক রাজনৈতিক বিশ্লেষণ আছে, আছে রাজনৈতিক গবেষকদের মতামত, পক্ষের ও বিপক্ষের। দলের জন্য কী করার প্রয়োজন তা একমাত্র শেখ হাসিনাই জানেন এবং বুঝেন। অন্য দল থেকে এসে আওয়ামী লীগার হওয়া যায় না, দল ভারি করে দল ও জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া যায় না, দলের নিবেদিত নেতাকর্মীদের উপেক্ষা করলে দল ভারি করে কোনো লাভ হবে না।

আওয়ামী লীগাররা অভিমানী কিন্তু বিদ্রোহী নয়... একথা শেখ হাসিনাই বলেছেন। আমি বিশ্বাস করি ইনাম আহমেদদের দলে রাখা হবে, কিন্তু বিশ্বাস করা যাবে না। বিশ্বাস তাকে অর্জন করে নিতে হবে, তিনি হয়তো জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা নিয়ে বই লেখা শুরু করবেন। তার জীবনের ভুলগুলো নিয়ে আলোচনায় আসবেন। কী কারণে হত্যাকারী জিয়া ও এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া, তারেকের মতো ব্যক্তিদের মহান বানাতে  চেয়েছিলেন সেগুলো বলবেন, আমারা সেই অপেক্ষায় থাকলাম।  লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়