শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য রাষ্ট্রের কাছে সমস্যা তুলে ধরলে সংখ্যালঘুদের সংকট কাটবে না, বললেন রানা দাশগুপ্ত

হ্যাপি আক্তার : হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, আমরা দেশের ভেতরে যে কথাগুলো বলি তা বলার কারণ হলো সরকার, রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষকে সচেতন করে দেশের ভেতরেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা কখানো মনে করি না, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের কাছে সমস্যা তুলে ধরলে বাংলাদেলের সংখ্যালঘুদের সমস্যা সমাধান সম্ভব হবে। বিবিসি বাংলা, ৭:৩০।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে অভিযোগগুলো করেছেন, সে বিষয়ে আপত্তির মূল কারণ হলো তিনি আমাদের সাথে আলোচনা করে সেখানে যাননি।

তিনি বলেন, প্রিয়া সাহা যে অভিযোগগুলো করেছেন তার কিছুই আমাদের জানা ছিলো না। তাছাড়া যাবার আগেও এই বিষয়গুলোও জানাননি। যার কারণে এই বিষয়টিকে সংগঠন বিরোধী হিসেবে দেখাতে চাই।

তিনি আরো বলেন, প্রিয়া সাহার বক্তব্যে প্রতিক্রিয়া দেখানোর মূল কারণ হলো, প্রিয়া যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, সাংগঠনিক মত নয়। তবে যেহেতু তিনি বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সাধারণ সম্পাদকের ১১ জনের একজন। তাই তার বক্তব্যের প্রতিক্রিয়া দেয়া দায়িত্ব বলে মনে করেছি।

রানা দাশগুপ্ত বলেন, তিনি যখন দেশে ফিরে আসবে তখন যানা যাবে আসলেই তার বক্তব্যটি কি? তাই আমরা আমাদের দায়িত্ব থেকে মনে করছি, প্রিয়া সাহা যে শব্দের ব্যবহার করেছেন তা নিয়ে আপত্তি আছে। সম্পাদনা : রাশিদুল/মঈন

  • সর্বশেষ
  • জনপ্রিয়