শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেধরা আতংকে কোন ছাড় নয়, বললেন নারায়ণগঞ্জের এসপি হারুন

হাসান মজুমদার : গত দুই দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও দুইজনকে আহত করা হয়েছে। দুটি ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৩/৪শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গণপিটুনির গুজবে জড়িয়ে পিটিয়ে সিরাজ মিয়া নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। আমাদের নতুন সময়কে এসপি হারুন বলেন, ছেলে ধরা গুজবে অভিভাবকরা আতংকিত না হয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান এবং এ ব্যাপারে কোনো ছাড় নেই।

তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গুজবে কান দিয়ে আইন হাতে তুলে না নেয়ার জন্য জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশ মাইকিং করেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

জানা যায়, এক ব্যক্তিকে এলাকাবাসী গণপিটুনি দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম মো. সিরাজ। সে একজন বাক প্রতিবন্ধি এবং বধির। নিহত সিরাজ ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা তদন্তে জানা যায়, সে ছেলে ধরা ছিলো না। তার সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীর ষড়যন্ত্রের শিকার হয়ে গণপিটুনি খেতে হয় তাকে। এতে করে সিরাজের মৃত্যু হয়। এ ঘটনায় গত শনিবারে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত বাদী হয়ে এজাহারে ৭৫জনকে আসামি এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং ৫৪।

এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে এবং তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা হলেন ওসি (তদন্ত) কবি সেলিম মিয়া। সেলিম মিয়া বলেন, সিদ্ধিরগঞ্জে আল-আমিন নগরে বাক প্রতিবন্ধি সিরাজ হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কোর্টে প্রেরণ করে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। রিমাণ্ডে এনে তাদের সাথে আর কে জড়িত আছে, তা জিজ্ঞাসা করা হবে।

কবি সেলিম মিয়া আরও বলেন, এই হত্যাকাণ্ডে প্রকৃত আসামিরা আইনের আওতায় আসবে, কোন নিরপরাধীরা নয়। এদিকে উক্ত মামলায় কাউন্সিলরসহ প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের আসামি করায় সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। এজাহারে হাজী আহসান উল্যাহ সুপার মার্কেটের স্বর্ণের ব্যবসায়ী ও শিল্পপতি রানার নামও রয়েছে। রানা এ প্রতিবেদককে জানান, আমি বিদেশ থেকে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসলাম। এ হত্যাকাণ্ডে বিষয়ে আমি কিছুই জানি না। অথচ আমাকে এই মামলার ২৯ নাম্বার আসামি করা হয়েছে। আমি এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। সম্পাদনা : ওমর ফারুক, আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়