শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবাসহ আটক ৬

সুজন কৈরী : সাভারের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলো- ফারজানা, হাবিব, নুরুল ইসলাম, শাহেলা, কনা ও শাহাবুল।

সোমবার সারাদিন ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা জেলা, গোয়েন্দা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এবং রাজবাড়ি জেলার সহকারী পরিচালক, পরিদর্শক এবং সকল এনফোর্সমেন্ট সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়।

ডিএনসি জানিয়েছে, অভিযানকালে আমিনবাজার এলাকা থেকে ২শ পুড়িয়া ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৬৯ হাজার টাকাসহ ফারজানাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া গাঁজা ও ইয়াবা বিক্রি ও সেবনের সময় হাবিব, নুরুল ইসলাম ও শাহেলাকে আটক করা হয়। বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কনা এবং ইয়াবা সেবনকালে শাহাবুলকে হাতেনাতে আটক করা হয়েছে।

ডিএনসির ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আটক ফারজানা এবং কনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে। এছাড়া আটক অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা দেয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস। সম্পাদনা : মিঠুন/সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়