শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেধরা সন্দেহে নারীকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ছেলেধরা সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।দৈনিক আমাদেরসময়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারীকে বৈরাগীর বাজারে ঘুরতে দেখে স্থানীয় লোকজন। পরে ছেলেধরা সন্দেহে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই নারীর কথা-বার্তা অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগামীতে যাতে কেউ ছেলেধরা সন্দেহে কাউকে নির্যাতন করতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়