শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচয় মিলেছে তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি চালকের, পাওয়া গেল সিসিটিভি ফুটেজ (ভিডিও)

মো: বেলাল হোসেন: রাজধানীর সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাব চালকের পরিচয় পাওয়া গেছে। তবে তুরাগ নদীতে পড়ে যাওয়ার ১৩ ঘণ্টা পরও প্রাইভেটকারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ঢাকা ট্রিবিউন/এটিএন নিউজ ২০.০০

২২ জুলাই, সোমবার বিকেলে নিখোঁজ চালকের ভাই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় জানান।

জাহাঙ্গীর দাবি করেন, “দুর্ঘটনার শিকার ওই চালকের নাম জিয়াউর রহমান (৪০)। তিনি মিরপুর এলাকায় ভাড়া থেকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের গাড়ি চালাতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।”

তিনি বলেন, “রবিবার রাত ৮টার পর থেকে আমার ভাইয়ের মুঠোফোন বন্ধ রয়েছে।”

অন্যদিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের আবু হানিফ নামের এক ট্যাক্সি চালক একই দাবি করে বলেন, “জিয়াউর রহমান রবিবার একজন যাত্রী নিয়ে সাভারে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ। এ ছাড়া প্রতিদিন গাড়ি জমা করা হলেও জিয়াউর রহমান গাড়ি জমা করেননি।”

ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের সন্ধান মেলেনি

এদিকে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের সন্ধান এখনও মেলেনি বলে জানা গেছে। রাত ১টার দিকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটির সন্ধান শুরু করে। এ ছাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত তাদের ডুবরি দল গাড়িটি খুঁজে বের করার জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়