শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা সিরিজে জয়-পরাজয়ের পর যা দাঁড়াবে বাংলাদেশের র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পড়ায় তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ দল। এছাড়া এই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস এ দুজনই খেলছেন না। আগামী ২৬ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। কেমন হতে পারে তিন ম্যাচ সিরিজের পর দুই দলের র‌্যাংকিংয়ের অবস্থান, সেটি দেখে নেওয়া যাক।

এ মুহূর্তে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাতে, রেটিং পয়েন্ট ৯০। অন্যদিকে আট নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৭৯। বাংলাদেশকে তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করলেও লঙ্কানরা টাইগারদের উপরে যেতে পারবে না। তখন টাইগারদের পয়েন্ট কমে হবে ৮৬, লঙ্কানদের হবে ৮২। অবস্থানে কোনো নড়চড় হবে না, পূর্ব অবস্তানেই থাকবে দু’দল।

বাংলাদেশ যদি লঙ্কানদের হোয়াইটওয়াশ করে তাহলে শ্রীলঙ্কা নেমে যাবে ৯ নম্বরে, আট নম্বরে উঠে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তখন টাইগারদের রেটিং বেড়ে দাঁড়াবে ৯৩, থাকবে পাকিস্তানের নিচে (৯৭)। লঙ্কানদের পয়েন্ট কমে হবে ৭৭ আর ক্যারিবীয়ানদের থাকবে ৭৭।

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে টাইগারদের পয়েন্ট থাকবে আগের মতোই ৯০, লঙ্কানদের হবে ৭৮। অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আর বাংলাদেশ ২-১ এ সিরিজ হারলে পয়েন্ট কমে হবে ৮৮, লঙ্কানদের বেড়ে হবে ৮০।

সম্পাদনা : এল আর বাদল ও আক্তরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়