শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০২:০৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ছেলেধরা সন্দেহে স্বামী-স্ত্রীকে গণধোলাই

এম এ হালিম, সাভার : সাভারে কোমল পানীয়র সাথে ঘুমের ওষধ খাইয়ে এক তরুণীকে অজ্ঞান করায় ছেলেধরা সন্দেহে ভাড়াটিয়া দম্পতিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসীরা। সোমবার দুপুরে পৌর এলাকার রাজাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটেছে। গণধোলাইয়ের শিকার ওই দম্পতি হলো- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার নালিগ্রাম এলাকার মো. মামুন (২২) ও তার স্ত্রী বিলকিস বেগম। ভুক্তভোগী কিশোরীর নাম রুমি আক্তার (১৭)। সে ঢাকার ধামরাই উপজেলার ফুটনগর গ্রামের মো. রমজান মিয়ার মেয়ে। রুমি বাবা-মায়ের সাথে রাজাবাড়ি এলাকায় ভাড়া থাকতো।

মেয়ের বরাত দিয়ে তার বাবা মো. রমজান মিয়া বলেন, ঘটনার সময় আমরা কেউ বাসায় ছিলাম না। মেয়েটি বাসায় একা থাকার সুবাদে প্রতিবেশী ভাড়াটিয়া দম্পতি রুমিকে কোমলপানীয়র সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার চেষ্টা করে। কিন্তু ও যখন না ঘুমিয়ে বিউটি পার্লারে যাওয়ার চেষ্টা করে তখন ওই দম্পতি রুমিকে আটকের চেষ্টা করে। বিষয়টি এক দোকানি দেখে লোকজন নিয়ে মেয়েকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হক বলেন, গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটকৃতরা মানুষকে অচেতন করে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। সম্পাদনা : মিঠুন/সাজিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়