শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েকটা দলের ঐক্য না, সারা দেশের ঐক্যকে আমি বেশি গুরুত্ব দিতে চাই, বললেন ড. কামাল

শাহানুজ্জামান টিটু: বন্যা মোকাবেলায় জাতীয় সংলাপ অপরিহার্য বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বন্যা পরিস্থিতে জাতীয় ঐক্যফ্রন্টের মাঠে না থাকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা তো একটা নির্বাচনকে কেন্দ্র করে হয়েছিল। এই বিষয়ে তো আমি মনে করি, ঐক্যফ্রন্ট না, জনগণের ঐক্য করা দরকার।’
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, এই ধরনের পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসা দরকার। সেটা কি হয়েছে? দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে মতবিনিময় করা দরকার। পরিস্থিতি মোকাবেলায় একে অন্যকে দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করার উপর গুরুত্ব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার শিকার হওয়া থেকে বাঁচতে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা ও দেশে ঐকমত্য গড়ে তুলতে হবে। বন্যা পরিস্থিতিতে দোষারোপের চেয়ে কারণগুলো চিহ্নিত করা দরকার, তাহলে কোথায় ঘাটতি তা বেরিয়ে আসবে।
ড. কামাল বলেন, দলীয় সংকীর্ণতা চলে আসে, পাল্টাপাল্টি দোষারোপ করলে তখন সমস্যা সমাধানের চেয়ে এটাই চলতে থাকে। জনগণকে সচেতন করা ও সঠিক তথ্য দেয়া হচ্ছে সবচেয়ে বড় কাজ।

ঐক্যফ্রন্টের টানাপড়েন প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘মূল লক্ষ্যকে সামনে রেখেই ঐক্যফ্রন্ট হয়েছিল। সে মূল লক্ষ্য তো আমাদের থাকবেই। ওটা ইলেকশনের ব্যাপারে একটা উদ্যোগ ছিল। এখন এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে আরও গুরুত্বপূর্ণভাবে ঐক্য গড়তে হবে।’ সম্পাদনা: অশোকেশ/ সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়