শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ‘এ’ দলের পারফরমেন্সে হতাশ বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে এসেছে আফগানিস্তানের যুব দল। আফগান যুবাদের বিপক্ষে চার দিনের টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যে প্রথমটিতে বাজেভাবে হেরেছিলো বাংলাদেশ যেখানে একাদশে জাতীয় দলের খেলোয়াড়রা ছিলো। দ্বিতীয় ম্যাচে একই ফলাফল। এমন পারফরমেন্সে চিন্তায় পড়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আফগানরা আশার চেয়েও ভালো পারফরমেন্স করেছে। বাংলাদেশ ‘এ’ দলের এমন পারফরম্যান্সের ব্যাখ্যা নেই তার কাছে।

তিনি বলেন, ‘এটা অবশ্যই বিব্রতকর। তবে দুশ্চিতা বেশি। ওরা কিন্তু ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। ভালোভাবে প্রয়োগও করেছে। আফগানিস্তানের এই গ্রুপটা আশার চেয়েও বেশি ভালো খেলেছে। আমাদের দলে যারা আছে তারাও ভালো ক্রিকেট খেলে আসছে। কেনো যে এমন হচ্ছে, এটার ব্যাখ্যা দেয়া মুশকিল।’

ঘরোয়া ক্রিকেটে এই ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করলেও ‘এ’ দলে নিজেদের পরীক্ষাটা ভালো ভাবে দিতে পারেনি বলে মনে করেন বাশার। তারা নিজেদের প্রমাণ না করতে পারায় হতাশ বিসিবির এই নির্বাচক। তার ভাষ্য, ‘আমি গতকালও বলেছিলাম, ‘এ’ দল একটি সেকেন্ড স্টেজের দল। ঘরোয়া ক্রিকেটে অনেক সময় আমরা অনেক কিছু বিচার করতে পারি না। ঘরোয়া ক্রিকেটে অনেকেই ভালো খেলে। ‘এ’ টিমে আসলে তাদের পরীক্ষাটা ভালো হয়। এই পরীক্ষাটা কেউ ভালো দিতে পারেনি।’ সম্পাদনা : এল আর বাদল ও আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়