শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১০:০৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ৫০ হাজার মানুষ পানিবন্দি, ত্রাণের জন্য হাহাকার

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : মানিকগঞ্জের যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও জেলার পাঁচ উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রাস্তায় পানি ওঠায় হরিরামপুরে সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, ঘিওর ও সাটুরিয়া বেশি বন্যার কবলে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যায় বেশি আক্রান্ত হয়েছে দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলা। এই তিন উপজেলার মধ্যে দৌলতপুরে ৩৩হাজার, হরিরামপুরে ৫হাজার এবং শিবালয় ৮হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, বানভাসি মানুষের জন্য তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া বর্ন্যাতদের মাঝে নিয়মিত ত্রাণ ও নগত অর্থ বিতরণ করা হচ্ছে।

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী গ্রামে বন্যাকবলিত ১৬০পরিবারকে ৫০০ টাকা করে মোট ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরো যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের নামের তালিকা পাওয়া মাত্র ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গত মানুষদের এরই মধ্যে ৬৭হাজার মেট্রিক টন চাল এবং ১লাখ ৯০হাজার টাকা বরাদ্দ এসেছে।

সম্পাদনা : মিঠুন/ মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়