শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় রেনু হত্যার বিচারের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

মাসুদ আলম : রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন তিতুমীর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। নিহত রেনু তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে কলেজটির মূল ফটকে মানববন্ধনে অংশ নেন তারা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধনটির আয়োজন করে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। যেখানে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রেনুর এমন নির্মম হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিরীহ রেনুর দুই সন্তানের দেখভালের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক বলেন,রেনুকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটি নিন্দনীয় ও জঘন্য অপরাদ। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদের আইনের আওতায় আনা হোক। গুজব ছড়িয়ে আর যেন কাউকে এভাবে হত্যা না করা হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন বলেন, সাবেক এ শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সরকার ও প্রশাসন এই নির্মম হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে। গুজবকারীদের চিহ্নিত করতে হবে। আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে এর উপযুক্ত বিচার চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুন নাহার মায়া, সাংবাদিক নেতা মানিক মুনতাসীর, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ নেতৃবৃন্দ। সম্পাদনা : ইকবাল/রেজাউল

  • সর্বশেষ
  • জনপ্রিয়