শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পানি পড়া খেয়ে দুই যুবকের মৃত্যু, কবিরাজ গ্রেপ্তার

এম এ হালিম: সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে এক কবিরাজের পানি পড়া খেয়ে অসুস্থ হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ওহাব কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে সাভারে কাউন্দিয়া ইউনিয়নে আলী নগর এলাকায় কবিরাজের পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

মৃতরা হলেন- জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা রাজধানীর মিরপুরের বাসিন্দা বলে জানা গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য আসে জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এসময় তারাসহ আরো দুই জন কবিরাজের দেয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুল মারা যান। তবে চিকিৎসাধীন অপর ২ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান তিনি।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান/মারুফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়