শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরা সদরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহননের চেষ্টা

মহসীন কবির: মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় স্ত্রী ও দশ মাসের শিশু পুত্রকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছে বিট্টু মজুমদার নামে এক ব্যক্তি।  পারনান্দুয়ালীর একটি টিনসেড ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে।  সোমবার সকাল ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ধরে এই হত্যাকাণ্ড ঘটছে।বিট্টুর নিহত স্ত্রীর নাম পূর্ণ মজুমদার (২৫)। শিশু পুত্রের নাম মানব মজুমদার । খবর ডিবিসি টিভি ও বাংলাদেশ প্রতিদিন

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ৩ বছর আগে মাগুরা পারনান্দুয়ালী মিস্ত্রী পাড়ার নির্মল মজুমদারের ছেলে বিট্টু মজুমদার প্রেমের সম্পর্কের সূত্র ধরে চুয়াডাঙ্গার সদরের ভাড়ম পাড়ার কালাম শেখের মেয়ে পূর্ণকে বিয়ে করে। বিট্টুর পরিবারের পক্ষ থেকে এ বিয়ে মেনে না নেওয়ায় সে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকতো। সর্বশেষ পারনান্দুয়ালীর হাজী আব্দুর রশিদের একটি টিন সেড ঘরে ভাড়া থাকতো। পেশায় বিট্টু একজন থাই মিস্ত্রী। সব সময় কাজ না থাকায় প্রায় সে বেকার থাকতো। যে কারনে সংসারে দাম্পত্য কলহ হতো প্রায়ই। তাদের পূত্র সন্তানের বয়স ১০ মাস।

অন্যদিকে, ধর্মীয় কারণে বিট্টুর পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় পারিবারিকভাবে তারা অনেকটা বিচ্ছিন্ন ছিল। এরই মধ্যে বিট্টু তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্যে বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। এরই এক পর্যায়ে সে এ ঘটনা ঘটায়। পুলিশ নিহতদের লাশ মর্গে পাঠিয়েছে। বিট্টুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ধারালো বটি দিয়ে বিট্টু এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি উদ্ধার করেছে পুলিশ।

সম্পাদনা: মুরাদ ও রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়