শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় বন্ধুর প্রেমিকাকে প্রেমপত্র পৌঁছাতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

সোহেল রানা, মৌলভীবাজার: বন্ধুর প্রেমিকাকে মোবাইল ফোন ও প্রেমপত্র পৌঁছাতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন বসন্ত শব্দকর (২৪) নামে এক যুবক। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রোববার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, কমলগঞ্জ পৌরশহরের নরেন্দ্রপুর এলাকার হবিব মিয়ার সাথে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর সাথে যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল ফোন ও প্রেমপত্র পৌঁছে দিতে হাবিব তাঁর বন্ধু একই এলাকার নরেন্দ্র শব্দকরের ছেলে বসন্ত শব্দকরের সহযোগিতা চায়। বসন্ত শব্দকর রোববার সন্ধ্যার দিকে হাবিবের দেয়া মোবাইল ফোন ও চিঠি নিয়ে ওই তরুণীর বাড়ি হাজীপুরের খাতাইরপারে যায়। এ সময় স্থানীয় লোকজন বসন্ত শব্দকরকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়। পরে স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও যুবকরা উত্তেজিত জনতার হাত থেকে বসন্তকে রক্ষা করে একটি দোকানে নিয়ে আটকে রাখেন ও কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে বসন্ত জানান তাঁর বন্ধু হাবিবের মন রাখতে তার প্রেমিকাকে মোবাইল ফোন ও চিঠি দিতে খাতাইরপারব গ্রামে এসেছিলেন। এসময় ছেলেধরা সন্দেহে স্থানীয় কয়েকজন লোক তাকে মারধর করে।

এরপরও বসন্ত সম্পর্কে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সম্পাদনা: রাশিদ ও নুসরাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়