শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর পেমেন্টস ব্যাঙ্ক

রাশিদ রিয়াজ : একের পর এক ব্যবসা গোটাচ্ছে ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠী। মাত্র ১৭ মাস আগে কাজ শুরু করার পর তাদের পেমেন্ট ব্যাঙ্ক সংস্থা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড গুটিয়ে ফেলার কথা ঘোষণা করেছে গোষ্ঠীটি।

পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসা বন্ধের পিছনে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ যা ব্যবসার অর্থনৈতিক মডেলের পক্ষে ‘কার্যকর’ হয়নি বলেই জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী। প্রসঙ্গত, টেলিকম ক্ষেত্রে রিলেয়েন্স জিও-র প্রবেশের পর প্রতিযোগিতায় টিকতে না পেরে ইতিমধ্যেই ভোডাফোনের সঙ্গে নিজেদের টেলিকম সংস্থা আইডিয়ার সংযুক্তিকরণ ঘটিয়েছে গোষ্ঠীটি। গতবছর শেষে তাদের সুপারমার্কেট চেইন ‘মোর’ সামারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন উইটজিগ অ্যাডভাইজরি সার্ভিসেসের কাছে বিক্রি করা হয়। সামারা-র সঙ্গে চুক্তির ফলে আসলে অ্যামাজনের হাতে ‘মোর’ সুপারমার্কেট চেইন-এর ৪৯ শতাংশ অংশিদারীত্ব যায়।

টেলিকম ব্যবসা, সুপারমার্কেট চেইন বন্ধের পর পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসা বন্ধের এই সিদ্ধান্ত আদিত্য বিড়লা গোষ্ঠীর ব্যবসায়িক পরিকল্পনা এবং আর্থিক পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে। টেক মাহিন্দ্রা, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি এবং দিলীপ সাঙ্ঘভির সংস্থার জোট, আইডিএফসি ব্যাঙ্ক ও টেলেনর ফিনান্সিয়াল সার্ভিসেস-এর পর আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক চতুর্থ সংস্থা যারা ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার বাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভোডাফোন আইডিয়া লিমিটেড জানিয়েছে, আমাদের সহযোগী সংস্থা আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের পরিচালন পর্ষদ স্বেচ্ছায় পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসা বন্ধ করায় অনুমোদন দিয়েছে। যদিও এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি এবং অনুমোদনের পরেই বাস্তবায়িত করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হওয়ায় পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

২০১৫ সালের আগস্টে দেশের ১১টি সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্ক পেমেন্টস ব্যাঙ্ক খোলার লাইসেন্স দেওয়া শুরু করে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চতুর্থ লাইসেন্স প্রাপ্ত পেমেন্টস ব্যাঙ্ক সংস্থা হিসাবে যাত্রা শুরু করে আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক। ২০১৭ সালের ৩ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে পেমেন্টস ব্যাঙ্ক শুরু করার লাইসেন্স পায় আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড। শুধু তাই নয়, প্রেপেইড পেমেন্টস পণ্য বিক্রির লাইসেন্সও সংস্থাটিকে দেওয়া হয়।

সংস্থাটির এক পদস্থ কর্তার কথায়, ‘পেমেন্টস ব্যাঙ্কে প্রায় ২০০ কর্মী রয়েছেন এবং তাদের মধ্যে অধিকাংশকেই খুব সম্ভবত আদিত্য বিড়লা গোষ্ঠীর অন্য কোনও সংস্থায় নেওয়া হবে, বাকিদের স্বেচ্ছাবসর প্রকল্পের সুবিধা এবং অন্যত্র কর্মসংস্থানের সহায়তা করা হবে।’ আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের মোট গচ্ছিত আমানতের পরিমাণ ২০ কোটি টাকার কাছাকাছি।

গ্রাহকদের আশ্বস্ত করার জন্য সংস্থার এক আধিকারিক বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাদের গচ্ছিত আমানত অন্যত্র সরিয়ে নেওয়া বা তুলে নেওয়ার জন্য গ্রাহকদের যথেষ্ট সময় এবং নোটিস দেওয়া হবে। গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ভোডাফোন আইডিয়া লিমিটেডের যৌথ সংস্থা হল আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড, যেখানে দুই সংস্থার যথাক্রমে ৫১ শতাংশ এবং ৪৯ শতাংশ অংশিদারীত্ব রয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৪ কোটি টাকা ক্ষতির মুখ দেখে সংস্থাটি। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়