শিরোনাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মসজিদের অর্থ আত্মসাৎ, দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট : নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নে মুতাওয়াল্লি নিয়োগ নিয়ে ও ওয়াকফ সম্পত্তি দখল এবং অর্থ আত্মসাতের অভিযোগে এক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বাংলাদেশ প্রতিদিন

জানা যায়, মসজিদে মুতাওয়াল্লি নিয়োগ, সম্পতি দখল ও বার্ষিক অর্থ আদায়ের হিসাবে ঘরমিল পাওয়া দুদকের প্রতিনিধি দল রবিবার বিকালে অভিযান চালায়। অভিযানে পূর্ব অম্বরনগর রকিবউদ্দীন মুক্তার বাড়ি সংলগ্ন জামে মসজিদ ও মাদ্রাসায় সরেজমিনে গিয়ে এর প্রমাণ পায় দুদক। সেক্রেটারি আবদুল মান্নান ও প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তি দখল ও অর্থ আত্মসাৎ করে আসছে।

দুদকের প্রতিনিধি দল, রবিবার তাদের কাছে হিসাব চাইলে তারা ২০১০ সাল থেকে ২০১৯ সালের হিসাব দিতে ব্যর্থ হন। একই সাথে বিভিন্ন ব্যক্তির দান-অনুদানে পাওয়া অর্থের ও কোনো হিসাব দিতে পারেনি।

পরে দুদকের প্রতিনিধি দল তাদের সোমবার জেলা দুদক কার্যালয়ে যেতে বলেন।

এ বিষয়ে মসজিদের সভাপতি আলহাজ্ব শহীদ উল্ল্যা ও এলাকাবাসী জানান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের দান- অনুদান দেওয়ার পরও হিসাব চাইতে পারি না। হিসাব চাইতে গেলে উল্টো হেনস্তার শিকার হতে হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়