শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই চক্রের ৩ সদস্য গাড়িসহ আটক

সুজন কৈরী : সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতরা হলো-মো. সামসুদ্দীন (৩৮), মো. রব (৩৫) ও মো. আরিফুল ইসলাম (৪০)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব বলছে, আটককৃতরা দেশের বিভিন্ন জেলা শহরে সাধারণ জনগণের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার ও মোবাইলসহ বিভিন্ন ধরণের মূল্যবান জিনিসপত্র কৌশলে প্রতরণার মাধ্যমে ছিনতাই করেন। এ চক্রের কয়েকটি গ্রুপ ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে ছিনতাই করছে। মাইক্রোবাস/প্রাইভেটকার ভাড়া করে বিভিন্ন পন্থায় মিথ্যা নাটক সাজিয়ে প্রতারণা করে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার মোবাইলসহ বিভিন্ন ধরণের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছেন।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে প্রতারণার মাধ্যমে ছিনতাই করে আসছে। দেশের বিভিন্ন জেলায় চক্রের কয়েকটি গ্রুপ বর্তমানে সক্রিয় আছে। প্রতিটি গ্রুপে ১টি প্রাইভেটকার/মাইক্রোবাসসহ ৫/৬ জন সদস্য থাকে। চক্রের সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। সম্প্রতি ময়মনসিংহ সদর থানায় তাদের নামে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা : ইসমাঈল হুসাইন ইমু/ মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়