শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ক ও রাশিয়া সফরে গেলেন নৌ বাহিনী প্রধান

ইসমাঈল ইমু : তুরস্ক ও রাশিয়ায় ছয়দিনের রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী রোববার সকালে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং ঢাকা নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে বিদায় জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তুরস্কে অবস্থানকালে নৌপ্রধান দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজভাল ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াছের গুলার এবং প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দেশটির গোলচুক নেভাল বেইস, ইস্তাম্বুল শিপইয়ার্ড ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনসহ ফ্লিট কমান্ডার ভাইস অ্যাডমিরাল ইর্কুমেন্ট টাটলিওগলু এবং নৌ শিক্ষা ও প্রশিক্ষণ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল কাদির ইলডিজের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
তুরস্ক থেকে রাশিয়ায় গিয়ে নৌবাহিনী প্রধান আগামী ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশ নেবেন। তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি দেশটির বিভিন্ন নৌ ঘাঁটি, জাহাজ ও দর্শনীয় স্থাপনাগুলোও পরিদর্শন করবেন।

তুরস্ক ও রাশিয়া সফর শেষে আগামী ৩১ জুলাই দেশে ফিরবেন নৌপ্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ।

সম্পাদনা : সমিরন রায়/অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়