শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাই প্রোফাইল কোচ আনতে প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। তবে বিসিবি নতুন কোচের জন্য গত ১৪ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো। আবেদনের শেষ সময় ছিলো ১৮ জুলাই। বিজ্ঞপ্তির ভিত্তিতে হাই প্রোফাইল অনেক কোচই আবেদন করেছেন বাংলাদেশের প্রধান কোচের পদে একথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন।

রোববার মিরপুরে তিনি বলেছেন, ‘বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান কাঠামোর পরিস্থিতি অনুযায়ী হাই প্রোফাইল কোচরা ঘরোয়া টি-টোয়েন্টিতেই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু আমরা চাচ্ছি একজন ফুল টাইম কোচ।’

বর্তমান সময়ে বেশিরভাগ কোচই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে কোচিং করাতে বেশি আগ্রহী। তাই পুরো সময়ের জন্য কোনো দলের সঙ্গে থাকতে আগ্রহী নন তারা। তারপরও বিসিবি ফুল টাইম কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী।

কোচ হতে আগ্রহী সবার জন্য আবেদন করার প্রক্রিয়াটি উন্মুক্ত করতেই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, আবেদন পত্রের বাইরেও অনেক কোচের সঙ্গে আলোচনা করছে বিসিবি।

তিনি আরো বলেন, ‘অনেকেই হয়তো আগ্রহী আছে, আমরা জানি না। অনেক সময় কেউ আগ্রহী থাকলেও সে হয়তো জানে না, তার এজেন্ট হয়তো জানে না। এ রকম পরিস্থিতি হয়। তাই এটা সবার জন্য উন্মুক্ত ছিল। এর বাইরেও আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যারা আমাদের শর্ট লিস্টেড হবে, তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টা ফাইনাল করা হবে।’ সম্পাদনা : এল.আর.বাদল ও আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়